মুর্শিদাবাদ জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণে শিশু দিবস,২০১৮ অনুষ্ঠান পালন

১৪/১১/২০১৮ তারিখে অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে  জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে প্রথমবার মহাসমারোহে পালিত হল শিশু দিবস। মাননীয় অতিরিক্ত জেলাশাসক (ভূমি) মহাশয়ের স্ত্রী মাননীয়া শ্রীমতি কেশনী গুপ্তার উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন, মুর্শিদাবাদ জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, বহরমপুর মহকুমা ও সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ এবং অতিরিক্ত জেলা শাসক (ভূমি) মহাশয়ের বাংলোর কর্মীবর্গের ৩০ জন ছেলে মেয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।

প্রতিযোগিতায় অংশগ্রনকারীদের মধ্যে বিজয়ীদের নগদ অর্থ  এবং উপহার সামগ্রী  দিয়ে পুরস্কৃত করা হয় এবং  সঙ্গে জেলা ভূমি  ও ভূমি সংস্কার আধিকারিক মহাশয়ের স্বাক্ষরিত শংসাপত্রও প্রদান করা হয়।  এছাড়া সান্ত্বনা পুরস্কারও প্রদান করা হয়।

বিচারকের আসনে ছিলেন পাঠভবন বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয়।


বড় আকারের ছবি দেখার জন্য ছবিতে ক্লিক করুনঃ

       
প্রাপ্ত স্থান বিভাগ – ক
(৫ থেকে ৬ বছর বয়সী)
অঙ্কন চিত্র বিভাগ – খ
(৭ থেকে ১০ বছর বয়সী)
অঙ্কন চিত্র বিভাগ – গ
(১০+ থেকে ১৩)
অঙ্কন চিত্র
প্রথম রুপর্ণা সাহা
দিদিমা – শিপ্রা চক্রবর্তী
বহরমপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ
অনিব্রত সাহা
পিতাঃ- সুব্রত সাহা
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ
সোমালি কর্মকার
পিতাঃ- বরুণ কর্মকার
মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ
বহরমপুর , মুর্শিদাবাদ
দ্বিতীয় অমৃতা রায়
পিতাঃ- অর্জুন চন্দ্র রায়
জেলা প্রশাসনিক ভবন, মুর্শিদাবাদ

মঞ্জরিতা ঘোষ
পিতাঃ- সজ্ঞীব ঘোষ
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ
(যুগ্মভাবে দ্বিতীয়)

....................
পায়েল সমাদ্দার
পিতাঃ- অনন্ত সমাদ্দার
অতিরিক্ত জেলা শাসক (ভূমি) মহাশয়ের বাংলো
সৌমদীপ বিশ্বাস
পিতাঃ- প্রকাশ বিশ্বাস
বহরমপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ
তৃতীয়     সূর্য্যদীপ্ত মিশ্র
পিতাঃ-সুজিত কুমার মিশ্র
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ
অনীক ওঝা
পিতাঃ- কমল কুমার ওঝা
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ

সায়ন দাস অধিকারী
কাকাঃ- অসিত দাস অধিকারী
অতিরিক্ত জেলা শাসক (ভূমি) মহাশয়ের বাংলো
(যুগ্মভাবে তৃতীয়)

..............................
সান্ত্বনা     সায়ন সমাদ্দার
পিতাঃ- অনন্ত সমাদ্দার
অতিরিক্ত জেলা শাসক (ভূমি) মহাশয়ের বাংলো
অর্পিতা দত্ত
পিতাঃ-বংশীবদন দত্ত
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ, মুর্শিদাবাদ

চিত্র সংগ্রহশালা